হাওজা নিউজ এজেন্সি: বাকের কালিবফ বৃহস্পতিবার লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের শহীদ নেতা হাসান নাসরুল্লাহ ও অন্যান্য শহীদদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
কালিবফ বলেন, ইসলামী বিপ্লবের মহান প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি (রহ.) একসময় শাহ সরকারের আমলকে ইসরায়েল ও আমেরিকার হাতে পরিচালিত এক পুতুলশাসন হিসেবে অভিহিত করেছিলেন, অথচ ইসলামী বিপ্লব সেই বাস্তবতাকে সম্পূর্ণ বদলে দেয়।
তিনি আরও জোর দিয়ে বলেন, “হিজবুল্লাহ জীবিত এবং প্রতিদিন আরও শক্তিশালী হচ্ছে। প্রতিরোধ আন্দোলন দুর্বল হয়ে পড়েছে—এমন ধারণা ভুল। আজ ইসরায়েল হিজবুল্লাহ ও লেবাননের প্রতিরোধশক্তির ভয়ে আতঙ্কিত। প্রতিরোধশক্তিকে নিরস্ত্র করার সব প্রচেষ্টাই ব্যর্থ হবে।”
কালিবফ বলেন, ইসলামী দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ও ঐক্যই প্রতিরোধ ফ্রন্টকে শক্তিশালী করে। তিনি যোগ করেন, তথাকথিত সম্পর্ক স্বাভাবিকীকরণ পরিকল্পনা যেমন আব্রাহাম চুক্তি—কখনো প্রতিরোধ আন্দোলনকে দমন করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।
আপনার কমেন্ট